সালাহ্উদ্দীন আহমদ
জন্ম ১৯২৪ সালে ফরিদপুরে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ। এএম পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় ও পিএইচডি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। ছাত্রজীবনে সমাজতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ১৯৪৮-এ যোগ দেন ঢাকা জগন্নাথ কলেজে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪-তে অবসর গ্রহণের পর একই বিশ্ববিদ্যালয়ের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ছিলেন। ২০১১ সালে জাতীয় অধ্যাপক হন। পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার। উল্লেখযোগ্য গ্রন্থ: Social Ideas and Social Change in Bengal: 1818-1835, Bengali Nationalism and the Emergence of Bangladesh: An Introductory Outline, History and Heritage: Reflections on Society Politics and Culture of South Asia, বাঙালির সাধনা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বরণীয় ব্যক্তিত্ব ও স্বাধীন সুহৃদ, উনিশ শতকে বাংলার সমাজ-চিন্তা ও সমাজ বিবর্তন, ইতিহাসের আলোকে প্রভৃতি।