
সাগুফতা শারমীন তানিয়া
জন্ম ঢাকার বাসাবোয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক, মাস্টার্স লন্ডনের গ্রিনউইচ বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে প্রবাসী এই লেখকের ২০১০ সালে প্রথম প্রকাশিত উপন্যাসসহ মোট বই ৪টি—৩টি গল্পগ্রন্থ, একটি যৌথভাবে লেখা। অনলাইনে এবং বাংলা পত্রিকায় নিয়মিত লেখেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্য-জার্নাল ‘ওয়াসাফিরি’ এবং ‘এশিয়া লিটারারি রিভিউ’তে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। ২০১৭ সালে সৃজনশীল লেখার জন্য স্থান করে নিয়েছেন সেরা ২০০ ভিনভাষী বিলেতি লেখকদের তালিকায়। পেশা শিক্ষকতা।