মার্ক টোয়েন
জন্ম ১৮৩৫ সালের ৩০ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। আসল নাম স্যামুয়েল লংহর্ন ক্লিমেন্টস। লেখক হিসেবে বিশ্বজুড়ে মার্ক টোয়েন নামে পরিচিত। ছিলেন লেখক, বক্তা, রসজ্ঞ ও পর্যটক। বিচিত্র কাজ করেছেন। মুদ্রক, নৌকার মাঝি আর খনিশ্রমিক ছিলেন। ব্যবসাও করেছেন। ছোটগল্প লিখে বিপুল খ্যাতির অধিকারী হন। কিশোরদের জন্যও লিখেছেন কালজয়ী বই অ্যাডভেঞ্চার অব টম সয়্যার, প্রিন্স অ্যান্ড পপার ও হ্যাকলবেরি ফিন। ১৯১০ সালে টোয়েন মৃত্যুবরণ করেন।