বি ডি হাবীবুল্লাহ্‌

জন্ম ১৯০৮ সালে পটুয়াখালী জেলার লোহালিয়া গ্রামে। পড়াশোনা পটুয়াখালীর লতিফ স্কুল, বরিশাল বিএম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। স্কুলের ছাত্রাবস্থায়ই তিনি ব্রিটিশবিরোধী সংগ্রামে যোগ দেন। এক দশকের বেশি সময় বিভিন্ন হাইস্কুলে শিক্ষকতা করেন। পরে আইনে ডিগ্রি নিয়ে বরিশাল জেলা জজকোর্টে শুরু করেন আইন ব্যবসা। ১৯৩০ সালে শেরেবাংলা ফজলুল হকের কৃষক প্রজা পার্টিতে যোগ দেন। এই দলে থেকে সক্রিয় রাজনীতি করেন তিন দশক। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। একাধিকবার কারাবরণ করেন। ১৯৬০-এর দশকে শেরেবাংলার সঙ্গে তিনিও অবসর নেন রাজনীতি থেকে। পাকিস্তান আমলের শেষ দিকে এয়ার মার্শাল আসগর খানের তেহরিকে এসতেকলাল পার্টিতে যোগ দেন ও দলের পূর্বাঞ্চলীয় প্রধান হন। সাহিত্যিক ও বাগ্মী হিসেবেও তাঁর খ্যাতি ছিল। উপন্যাস, নাটক, কবিতা ও গান লিখেছেন। মৃত্যু ১৯৯৮ সালের ১২ নভেম্বর।

{{ replaceNumbers(booksCount) }} টি বই
২৫% ছাড়

শেরে বাংলা

বি ডি হাবীবুল্লাহ্‌

২২৫.০০ টাকা ৩০০.০০ টাকা

  • দামের সীমা নির্বাচন করুন